নতুন ক্লাবে ৩০ নম্বর জার্সি পরবেন মেসি


 

নিউজ ডেস্ক : ইউরোপের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি ফরাসী ফুটবল ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন।পিএসজি ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর নিশ্চিত করেছেন।

 

আর্জেন্টিনার এই ৩৪ বছর বয়সী অধিনায়ক গত ২১ বছর ধরে ছিলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ছিলেন।

 

কিন্তু স্প্যানিশ লীগ লা লিগার নতুন আর্থিক ফেয়ার প্লে নীতির কারণে মেসির সাথে চুক্তি নবায়ন করতে পারেনি বলে জানিয়েছিল বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ।

এছাড়া পিএসজিতে আর্জেন্টিনার ডি মারিয়া, পারেদেসরা আছেন।

 

এই মাসের শুরুতে পিএসজির ফুটবলারদের সাথে ছুটি কাটাতে দেখা গেছে লিওনেল মেসিকে।রোববার লিওনেল মেসি বার্সেলোনায় নিজের শেষ সংবাদ সম্মেলনটি করেন।

 

যেখানে তিনি বলেছিলেন, ‘এটাই (বার্সেলোনা) আমার বাড়ি। আমি একদিন এখানে ফিরে আসবো বলে আমার সন্তানদের কথা দিয়েছি।’

 

নিজের বক্তব্য শেষ করার পর মেসি কেঁদে ফেলেন – বেশ খানিকটা সময় পুরো সংবাদ সম্মেলনের জায়গায় ছিল নীরবতা। উপস্থিত সবাই লিওনেল মেসিকে সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান তখন।

 

এরপরই শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব। সাংবাদিকদের প্রশ্নে ছিল অবিশ্বাস – লিওনেল মেসি যে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন, এটাই অবিশ্বাস্য ছিল অনেকের।

Latest articles

Related articles