এনবিটিভি ডেস্ক:অরিন মিডিয়া এন্টারটেইনমেন্ট -এর তরফ থেকে মুক্তি পেয়ে গেল তাদের তৃতীয় মিউজিক ভিডিও ‘অসহায়’। সম্প্রতি একটি কর্পোরেট হাউসের লাউঞ্জে অনুষ্ঠিত হল এই মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠান। সেখানে দেখা গেল তারকা সমাগম। কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিডিও র অভিনেতা বিপ্লব কুমার ও অভিনেত্রী মোনা দত্ত। দেখতে পাওয়া গেল অসহায় গানের গায়ক আকাশ সেনকও।
এই মিউজিক ভিডিও কেবল একটি সাধারণ লাভ সং নয়, এর মধ্যে লুকিয়ে আছে কি অদ্ভুত প্রেমের গল্প। প্রেমের ভালোবাসা, বেদনা, ঘাত-প্রতিঘাত নিয়ে তৈরি হয়েছে এই মিউজিক ভিডিওর চিত্রনাট্য। গানের কথার সঙ্গে খাপ খাইয়ে যে এরকম একটা সুন্দর সিনেমার মত গান তৈরি করা যায় তা দেখিয়ে দিলেন গানের পরিচালক প্রলয় মাইতি।
এনবটিভির পক্ষ থেকে, গানের সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক শুভেচ্ছা।এই গানটি শুনতে যতটা ভালো লেগেছে,গানের ভিডিওটিও ততটাই আকর্ষনীয় লেগেছে। এরকম গান সত্যি মনে থেকে যাওয়ার মতই একটি গান। আমাদের রেটিং ৪টে স্টার।
শুনুন গানটি…