কান্দির জীবন্তিতে ‘দুয়ারে সরকার’-এর লক্ষী ভান্ডার প্রকল্পের লাইনে প্রচুর ভিড়

জৈদুল সেখ, কান্দি: লক্ষীভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে। বৃহস্পতিবার কান্দি থানার অন্তর্গত মহলন্দী -২ নম্বর গ্রাম পঞ্চায়েতে উদয়চাঁদ পুর হাইস্কুলে সকাল নয়টা থেকে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’-এর প্রথম দিন।

প্রসঙ্গত, এই ক্যাম্পে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দুয়ার সরকারের ক্যাম্প করার প্রস্তুতি নেওয়া হয়েছিল কান্দি প্রশাসনের পক্ষ থেকে। যাতে করে এই ক্যাম্পে সমস্ত শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্য কান্দি পুলিশ প্রশাসনের ঐক্যশক্তি বিশেষ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পের কাজ সাফল্য মন্ডিত করতে পরিদর্শন আসেন কান্দি বিডি নীলাঞ্জন মণ্ডল, কান্দি থানার আই সি সুভাষ চন্দ্র ঘোষ।
তবে গতবারের তুলনায় এবারের দুয়ারে সরকারের বেশি চাহিদা দেখা যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে। আগামী ২৭ তারিখ আবারও এই ক্যাম্প বসবে।

Latest articles

Related articles