সাপের কামড়, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210820-WA0133

মুর্শিদাবাদ: ভারত-বাংলাদেশের মুর্শিদাবাদ জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় ১৪১ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কৃষিকাজের সময় ২৯ বছর বয়সী রুপালি বিবিকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়।পাশেই ছিল জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ক্যাম্পের সীমান্ত আউট পোস্ট। এই ঘটনা দেখে কর্মরত বিএসএফ জওয়ানরা খবর দেয় বিএসএফ আধিকারিকদের. সেই খবর শুনে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য বিএসএফ অ্যাম্বুলেন্স দ্বারা জলঙ্গির সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় রুপালি বিবিকে। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হলে তাঁকে বিএসএফের অ্যাম্বুলেন্স দ্বারা বাড়িতে পৌঁছে দেন ওই জওয়ানরা।

যাঁরা নিজের জীবন বাজি রেখে দিনরাত পাহারা দিয়ে গোটা দেশটাকে রক্ষা করে,তাঁরা সাধারণ মানুষের কাজে লাগবেনা তা হয় নাকি। তবে রূপালী বিবিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানো বিএসএফের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে গোটা এলাকায়।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর