সুন্দরবনের জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী

সুন্দরবন : আবারও সুন্দরবনের জঙ্গলে নদী খাড়িতে মাছ,কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। মৃত মৎস্যজীবীর নাম অন্ন দাস(৩৫)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের কোস্টাল থানার চিলমারী জঙ্গলে।

সুত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির কানমারীর বাসিন্দা অন্ন দাস- সহ ৫ জন মৎসজীবী মাছ ধরতে যায় সুন্দরবনের চিলমারী জঙ্গলে। আর সন্ধ্যার আগের মুহূর্তে হঠাৎ বাঘ ঝাঁপিয়ে পড়ে অন্ন দাসের উপর। বাঘের আক্রমণে নিহত হয় ওই মৎস্যজীবী। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

Latest articles

Related articles