তালিবান পুনরায় আফগানিস্তনের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালালেও সাবেক শাসক দলটিকে সমর্থন করলেন আশরাফ গনির ভাই হাশমত গনি আহমদজাই।
সূত্রের খবর, গ্র্যান্ড কাউন্সিল অফ কোচিসের প্রধান হাশমত গনি আহমদজাই ইতোমধ্যে তালিবান নেতাদের সাথেও দেখা করেছেন। নেতা খলিলুর রহমান এবং মুফতি মুহাম্মদ জাকিরের সাথে দেখা করে তালিবানদের সমর্থনের কথা জানান প্রেসিডেন্টের ভাই।
গত রবিবার তালিবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আশরাফ গনি। অভিযোগ ওঠে বিপুল পরিমাণ টাকা নিয়ে দেশ ছেড়েছেন তিনি। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় দেশ ছাড়ার কারণ ব্যাখ্যা করেন গনি।
তিনি বলেন, ‘টাকা নিয়ে পালানোর খবর সম্পূর্ণ ভ্রান্ত। মিথ্যে বলা হচ্ছে। আরব আমিরাতের অভিবাসন দফতর থেকে সেই খবরের সত্যতা যাচাই করা যেতে পারে। আমার জুতা পরিবর্তনেরও সময় ছিল না। দেশের প্রধান হিসেবে আমার প্রাণনাশের সম্ভাবনা ছিল, তাই আমার নিরাপত্তা রক্ষীরা দ্রুত আমাকে দেশ ছাড়ার পরামর্শ দেন।
সূত্র : নয়া দিগন্ত