১৯ অগস্ট মুক্তি পেয়েছে ‘বেল বটম’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। থ্রিলার এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন আদিল হুসেন, লারা দত্ত, ডেনজিল স্মিথ, হুমা কুরেশি ও বাণী কাপুর। ছবির পরিচালক রঞ্জিত এম তিওয়ারি। এবার এই ছবি নিষিদ্ধ হল তিন দেশে। সৌদি আরব, কুয়েত ও কাতারে দেখানো হবে না এই ছবি।
এক সূত্র জানিয়েছেন ‘বেল বটমের দ্বিতীয় ভাগে দেখানো হয়েছে হাইজ্যাকাররা লাহোর থেকে প্লেনটিকে দুবাই নিয়ে যাচ্ছে। বাস্তবে ১৯৮৪ সালে যে প্লেন হাইজ্যাকের ঘটনা ঘটেছিল, তাতে আরবের ডিফেন্স মিনিস্টার শেখ মহম্মদ বিন রাশিদ আল মাকতুম নিজে এই বিষয়টি হ্যান্ডেল করেছিলেন, এবং আরবের সরকারের তত্পরতায় ধরা পড়েছিল হাইজ্যাকাররা। কিন্তু ছবিতে দেখানো হয়েছে ভারতীয় আধিকারিকরা আরবের ডিফেন্স মিনিস্টারকে অন্ধকারে রেখে গোটা অপারেশনটি করেন। সম্ভবত এই কারণেই সৌদি আরব, কাতার এবং কুয়েতে বেল বটম দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।