হকারকে আরপিএফ মারধর করায় উত্তেজনা আসানসোল রেলস্টেশনে

উজ্জ্বল দাস, বর্ধমানঃ স্টেশনে হকারকে আরপিএফ মারধর করায় উত্তেজনা ছাড়ালো আসানসোল রেলস্টেশনে। আহত হকারকে সঙ্গে নিয়ে টিএমসি হকার ইউনিয়ন প্রথমে স্টেশনে এবং তারপর ডিআরএম অফিসের গেটে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ইউনিয়নের পক্ষে রাজু আহলুওয়ালিয়া, রাজা গুপ্ত, গোপাল সিনহা, সঞ্জয় পাসওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মানুষকে অনাহারে নিয়ে এসেছে। এখন আরপিএফ কেন্দ্রের নির্দেশে রেল হকারদের নৃশংসতা চালাচ্ছে। পাশাপাশি হকারদের নির্যাতন করা হচ্ছে।  আজ হকারকে মারধর করা হয় এবং তার পা ভেঙে দেওয়া হয়। এখন তার পরিবারের কি হবে?  হকার একজন অপরাধী নন যার সাথে এইরকম আচরণ করা হচ্ছে।  তবে অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে আরপিএফ।

Latest articles

Related articles