খাদ্য সাথী কার্ডে আঁধার নম্বর সংযোগ করে দেওয়ার আড়ালে পেমেন্ট অ্যাকাউন্ট খোলায় গ্রামবাসীদের হাতে পাকড়াও তিন যুবক

বিশ্বজিৎ কর্মকার, ডোমকল: খাদ্য সাথী কার্ডে আঁধার নম্বর সংযোগ করে দেওয়ার আড়ালে বেসরকারী মোবাইল সংস্থার পেমেন্ট অ্যাকাউন্ট খোলায় গ্রামবাসীদের হাতে পাকড়াও তিন যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ১৫ নং ওয়ার্ড সেখালীপাড়ার ফকিরপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, ওয়েবল নামক একটি বেসরকারী সংস্থা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসাথী কার্ডের সঙ্গে আঁধার নম্বর সংযোগের কাজ নিয়েছে। তাদের কর্মী সেজেই ইসমাইল সেখ ও মতিউর রহমান নামের দুই যুবক সেখালীপাড়ার ফকিরপাড়ায় গিয়ে আঁধার নম্বর সংযোগ করার কাজ করছিল। অভিযোগ, তার ফাঁকে ওই আঁধার নম্বর নিয়েই বেসরকারী একটি মোবাইল কোম্পানির পেমেন্ট অ্যাকাউন্ট খুলতে থাকে তারা। এমনকি যার নামের অ্যাকাউন্ট তিনি কিছু না জানতেই তার অ্যাকাউন্টে ৫০ করে টাকাও ব্যালেন্স দেখা যায়। ওই যুবকদের কাজ কর্মে সন্দেহ হয় গ্রামবাসীদের। সাথে সাথেই কাজের হিসেব সম্পর্কে জানতে চাই স্থানীয় বাসিন্দা নুর আলম। তখনিই লিঙ্ক নেই বলে উড়িয়ে দেন ঐ যুবকেরা।

 

যদিও ঐ যুবকেরা জানায়, এ কাজে পাঠিয়েছে আলিনগরের সরফরাজ সরকার।” পরে সেই যুবক ঘটনাস্থলে আসলে তাকে ধরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সরফরাজ সরকার সহ তার দুই সহপাঠিদের আটক করে পুলিশ। ফুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Latest articles

Related articles