উজ্জ্বল দাস,দুর্গাপুরঃ দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোরুই তাঁর জন্মদিন কেক কেটে পালন করলেন পথশিশুদের সাথে। দুর্গাপুর রেল স্টেশন চত্বরে প্রায় কেক কাটার পাশাপাশি প্রায় একশো জন পথশিশু’কে মাংস ভাত খাওয়ালেন তিনি এদিন। তাঁর ৫০ তম জন্মদিন পালন ঘিরে বিজেপি নেতাকর্মীদের ওই চত্বরে ব্যাপক উন্মাদনা ছিলো।
বিধায়ক লক্ষ্মণ ঘোরুই বলেন, “কোভিড কালে বহু মানুষ কাজ হারিয়েছে। বহু মানুষ খেতে পাচ্ছে না। আমরা ওই সময় ২০০ পরিবারে খাবার পৌঁছেছি। আজ স্টেশন চত্বরে বহু অনাথ শিশুদের নিয়ে আমি আমার জন্মদিনের কেক কাটলাম। এবং তাদের মাংস ভাত খাওয়ালাম। আমি নিজেকে আজ ধন্য মনে করছি যে গরিব মানুষের সাথে আমি থাকতে পারচ্ছি”।