মুর্শিদাবাদে রক্তদান শিবির আয়োজন ডোমকল আরক্ষা আধিকারিকের

বিশ্বজিৎ কর্মকার,মুর্শিদাবাদ: আবারও রানীনগরের প্রত্যন্ত গ্রামে গিয়ে রক্তদান শিবিরের আয়োজন করলেন মুর্শিদাবাদের ডোমকলের আরক্ষা আধিকারিক ।

এর আগে মুর্শিদাবাদের ডোমকলে দুয়ারে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন ডোমকলের আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী। তাতে বেশ সাড়াও মিলেছিল এলাকা জুড়ে। আর সেই ধারা বজায় রাখতেই এদিন রবিবার বাস নিয়ে পৌঁছে গিয়েছিলেন রাণীনগরের শেখপাড়া গ্রামে। সেখানে বাসের মধ্যেই রক্তদানের ব্যাবস্থা করা হয়েছিল এদিন। তাতে প্রায় পঞ্চাশ মত রক্তদাতা রক্তদান করেছে বলে জানা গিয়েছে।

করোনা কালের পর বেশির ভাগ ব্লাড ব্যাংক গুলি রক্ত শুন্য। তাই রক্তের ঘাটতি মেটানোর জন্য এটি একটি অন্য তম প্রয়াস বলে জানাচ্ছেন উদ্যোক্তাদের একাংশ।

বাসে করে গ্রামে গ্রামে গিয়ে রক্তদানের এই অভিনব কর্মসূচী আগে দেখেনি বললেই চলে রাণীনগর সীমান এলাকার বাসিন্দারা। তাই রক্তদানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

এদিন ওই রক্তদান কর্মসূচির ব্যবস্থাপনায় ছিলেন চতুরঙ্গ ও মানব বন্ধন নামের স্বেচ্ছাসেবী সংস্হার সদস্যরাও।

Latest articles

Related articles