আমি বোন, আমার বিরুদ্ধে ভবানীপুরে প্রচার করবেন না বাবুল : প্রিয়াঙ্কা; দল বললেই যাবো, জবাব বাবুলের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

babul_supriyo_1631295349646_1631

 

নিউজ ডেস্ক : কথা ছিল, ‘বোনে’র হয়ে নির্বাচনী প্রচার করবেন ‘দাদা’। হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে ‘বোন’ প্রার্থী হওয়ায় পর টুইটে শুভেচ্ছাও জানিয়েছিলেন। যদিও, দলের সেই প্রস্তাব আগেই নাকচ করেছিলেন ‘দাদা’। তারপর নাটকীয় মোড়। এক ফুল ছেড়ে ‘দাদা’র এই বদলকে কীভাবে দেখছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল? তাঁর বদলে ‘দিদি’র মমতার হয়ে বাবুল সুপ্রিয় প্রচার চালালে আদৌ কী অসুবিধায় পড়বে পদ্ম শিবির? রবিবার সকালে চেতলায় প্রচারে নেমে এইসব প্রশ্নের জবাব দিয়েছেন বিজেপির ‘লড়াকু’ প্রার্থী প্রিয়াঙ্কা।দাদা’ এখন জোড়া-ফুলে। বাবুল সুপ্রিয়র সাফ জবাব, ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁর প্রচারের নামতে তাঁর কোনও বাধা নেই।

রবিবার সকালে চেতলায় প্রচারে নেমে জবাব দিয়েছেন। বিজেপির ‘লড়াকু’ প্রার্থী প্রিয়াঙ্কা ভবানীপুরের বিজেপি প্রার্থী বলেন, ‘আমার সঙ্গে বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত সম্পর্ক ভালো। উনি আমাকে নিজের বোনের মতই মনে করেন। আশা করি বোনের বিরুদ্ধে এখানে উনি প্রচার করবেন না।’ এরপরই কিছুটা আবেগপ্রবণ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এই পরিস্থিতি হলে তিনি কী করতেন তা জানিয়ে বলেন, ‘আমি হলে অন্তত ওনার বিরুদ্ধে প্রচার করতাম না। এবার ওনার সিদ্ধান্ত উনি কী করবেন।’

হাইভোল্টেজ উপনির্বাচনের আগেই বাবুলের দল বদল। কতটা প্রভাব পড়তে পারে ভবানীপুরের ভোটে? প্রিযাঙ্কার কথায়, ‘এই কেন্দ্রে ওনার তো কোনও প্রভাব নেই। সাংগঠনিক দিক থেকেও উনি সক্রিয় ছিলেন না। আসোনসোল হলে তবু প্রভাব পড়তে পারতো। কিন্তু এখানে কোনও প্রভাবই পড়বে না।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর