এনবিটিভি ডেস্ক: রবিবার সন্ধ্যায় ফের একটি শিশুর মৃত্যু হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির বয়স মাত্র একমাস ছয় দিন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুরের বাসিন্দা প্রকাশ মণ্ডল তাঁর নবজাতক পুত্রকে গত ১৩ সেপ্টেম্বর মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করেন। রবিবার সন্ধ্যায় মৃত্যু হয় শিশুটির।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, রক্তে সংক্রমণের দরুণ শিশুটির মৃত্যু হয়। এদিন রাত দশটা নাগাদ শিশুর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। যদিও গত পাঁচ দিনে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট আটটি শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।