হিজাব পরিহিত বাতিলকৃত মহিলা আবেদনকারীরা যাতে পরীক্ষায় বসতে পারেন, পুলিশ নিয়োগকারী বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন সংখ্যালঘু রাজনৈতিক ব্যক্তিত্বের

এনবিটিভি ডেস্ক:পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডে কনস্টেবল পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে। সময় মতো আবেদন করে প্রায় ৮ লক্ষ ছাত্রছাত্রী। পরীক্ষা হবে আগামী ২৬ সেপ্টেম্বর। তার আগে ৬ সেপ্টেম্বর থেকে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে দেওয়া শুরু হয়েছে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড। জানা গিয়েছে, মোট আবেদনকারীর প্রায় ৩৫ হাজার জনের আবেদনপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন ভুলের জন্য। তার মধ্যে আবেদনপত্রে হিজাব পরিহিত ছবি দেওয়ার জন্য কয়েকজন মহিলা আবেদনকারীর ফর্মও বাতিল করা হয়েছে। এই নিয়ে চরম হয়রানির শিকার হয় আবেদনকারীরা। সম্প্রতি এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন সংখ্যালঘুর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। শোরগোল পড়ে যায় সোশাল মিডিয়াতেও।

এই সমস্যা সমাধানের জন্য বাতিলকৃত মহিলারা যাতে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য মুসলিম সমাজ সচেতন এবং শিক্ষানুরাগী বিশেষ ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগে সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুইটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে একটা ডেপুটেশন জমা দেওয়া হয়।

ডেপুটেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক সারোয়ার হোসেন, অল ইন্ডিয়া মুজলিসে ইত্তিহাদুল মুসলিমীনের রাজ্য নেতা সাবির এস গাফ্ফার, ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম।

ডেপুটেশন জমা দেওয়ায় ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেই মনে করছেন তাঁরা।

Latest articles

Related articles