খড়গ্রাম থানার দুই গ্রাম পঞ্চায়েতে গঠিত হল নতুন প্রধান, গোষ্ঠীদ্বন্দ্বের ফল, দাবী বিরোধীদের

জৈদুল সেখ, খড়গ্রাম: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গাম থানা জয়পুর ও মহিষার দুই গ্রামপঞ্চায়েতে নতুনভাবে প্রধান নিযুক্ত হলো সোমবার। মহিসার গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নিযুক্ত হলেন টিকু রানী মন্ডল। উল্লেখ্য কিছুদিন আগে শারীরিক অসুস্থতার কারণে মহিসার গ্রাম পঞ্চায়েতের প্রধান টিকুলা ঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে ইস্তফাপত্র দেন সেই উদ্দেশ্যে আজ মহিষার গ্রাম পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান হলেন টিকু রানী মন্ডল।

মহিষার গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা এগারো জন এর মধ্যে নয় জন তৃণমূল কংগ্রেসের এবং দুইজন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য। মহিষার গ্রামপঞ্চায়েতের এগারো জন সদস্যের মধ্যে টিকুলা ঘোষের অনুপস্থিতিতে দশজন সদস্যকে নিয়ে টিকু রানী মন্ডল নতুন প্রধান হলেন। নতুন ভাবে প্রধানের দায়িত্ব পেয়ে টুকু রানী মন্ডল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে বহাল রেখে মহিষার গ্রামপঞ্চায়েতের উন্নয়নে সামিল হবেন তিনি।
অন্যদিকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার জয়পুর অঞ্চলের নতুনভাবে প্রধানের দায়িত্ব পেলেন রাধাশ্যাম ঘোষ। বারোজন সদস্য মিলে প্রধান গঠিত হয়। উল্লেখ্য জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস সাহা শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন আগে প্রধান পদ থেকে ইস্তফা দেন যার জেরে এতদিন জয়পুর গ্রামপঞ্চায়েতে প্রধান পদ খালি ছিল। নতুনভাবে প্রধান নিযুক্ত হয়ে রাধাশ্যাম ঘোষ জানিয়েছেন সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব। এদিন জয়পুরে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক ও মুর্শিদাবাদ প্রাইমারি কাউন্সেলিং এর চেয়ারম্যান আশিস মার্জিত, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল হাসনাত সহ নেতৃত্ব।

সব মিলিয়ে সোমবার খড়গ্রামের দুই গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধান নিযুক্ত হওয়াকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে এলাকায় নতুন করে দুই প্রধান নিযুক্ত হওয়ার পর সব জল্পনার অবসান ঘটেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে বিরোধীদের দাবি টাকা পয়সার লেনদেনের খেলা চলছে। খেলা হবে বলেছিল সেই খেলায় চলছে কেবলমাত্র মানুষের কাজ হচ্ছে না। আসলে গোষ্ঠী দ্বন্দ্বের ফল।

Latest articles

Related articles