নিউজ ডেস্ক : রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন সুস্মিতা দেব। জহর সরকারের পর সম্ভবত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাচ্ছেন আরও এক তৃণমূল প্রার্থী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নয়া টুইটেই স্পষ্ট ছবি।
সোমবার টুইটে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, “উপনির্বাচনের কারণে রা্জ্যসভার ভোটে বিজেপি কোনও প্রার্থী দেবে না। ফলাফল পূর্ব নির্ধারিত। অনির্বাচিত মুখ্যমন্ত্রীকে আরও একবার নির্বাচিত হতে না দেওয়াই আমাদের লক্ষ্য।” অর্থাৎ রাজ্যসভার ভোটে সুস্মিতা দেবের বিরুদ্ধে বিজেপি যে কোনও প্রার্থী দিচ্ছে না, তা স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। সাফ জানান ভবানীপুরের উপনির্বাচনে জয়ই পদ্ম শিবিরের এখন লক্ষ্য। যেখানে তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন দীনেশ ত্রিবেদী। সেই আসনে প্রসার ভারতীর প্রাক্তন সিইও, অবসরপ্রাপ্ত IAS জহর সরকারকে প্রার্থী করেছিল তৃণমূল। সেখানেও প্রার্থী দেয়নি বিজেপি। সেই সময় শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, শাসকদলের সঙ্গে অনেকটা ফারাক। নিজেদের শক্তি কম থাকায় রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি।