বারুইপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

এনবিটিভি ডেস্ক: রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর সোনারতরী কমিউনিটি হলে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পার্ট টাইম স্কুল টিচার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়।

এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার প্রশাসক শক্তি চৌধুরী, শ্রী স্বপন মন্ডল সহ শাসকদলের একঝাক রাজনৈতিক ব্যক্তিত্ব।

এই রক্তদান শিবিরের প্রধান অতিথি বিমান বন্দ্যোপাধ্যায় কমিউনিটি হলে পৌঁছোতেই তিনি শুনতে পান সভামঞ্চে শিক্ষকদের সমবেতন ও শিক্ষকের মর্যাদা নিয়ে বক্তব্য রাখা হচ্ছে। এলাকার বিধায়ককে দেখেই পার্ট টাইম স্কুল টিচার্সের সদস্যরা তাঁকে সভামঞ্চে যাওয়ার অনুরোধ করেন।তবে অধ্যক্ষ কোনওমতেই মঞ্চে যেতে রাজি হননি। বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষিকারা সিঁড়িতে দাঁড়িয়েই তাঁকে সংবর্ধিত করেন। এমনকি মঞ্চে না উঠেই ফিরে যান তিনি। যা নিয়ে অখুশি পার্ট টাইম টিচার্সের সদস্যরা।

Latest articles

Related articles