নিউজ ডেস্ক : প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার এবং গুজরাটের নির্দল বিধায়ক জিগনেশ মেবানি ২রা অক্টোবর কংগ্রেসে যোগদান করবেন বলে জানা গেছে। আগে ঠিক হয়েছিল ২৮শে সেপ্টেম্বর ভগৎ সিং-এর জন্মদিনে তারা যোগদান করবেন কংগ্রেসে।
সূত্র মারফত জানা গেছে গুজরাটে কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হতে পারে জিগনেশ মেবানিকে। পাঞ্জাবে দলিত নেতাকে মুখ্যমন্ত্রী বানানোর পর মেবানির কংগ্রেসে যোগদান খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দুই পদক্ষেপের মাধ্যমে দলিত ভোট ব্যাঙ্ককে কাছে টানার চেষ্টা করবে কংগ্রেসে এমনটাই মনে করা হচ্ছে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ‘সৌজন্য’ থেকে মিলছে অন্য কিছুর গন্ধ। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, গত দু’সপ্তাহে দু’বার রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন কানহাইয়া। ফোনে অবশ্য এদিনও কিছুই স্বীকার করলেন না তিনি। বললেন, “বিভিন্ন সংবাদমাধ্যমে আমিও সব দেখছি। জানি না, এর ভিত্তি কী?” শুধু বিহারের অনগ্রসর পরিবার থেকে উঠে আসা কানহাইয়াই নন, গুজরাতের দলিত বিধায়ক জিগনেশ মেবানিরও কংগ্রেসে যোগদানের পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী জিগনেশ।
সোমবার পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসাবে চরণজিৎ সিং চান্নি শপথ নেওয়ার পর তাঁর টুইটে সেই পথ আরও মসৃণ হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। চান্নিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের জন্য কংগ্রেস এবং রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে গুজরাটের বিধায়ককে। আরও কয়েকজন তরুণ নেতার যোগদানের খবরও আসছে। ভাসছে কাঠুয়া ধর্ষণ কাণ্ডের আইনজীবী দীপিকা সিং রাজাওয়াতের নাম। শোনা যাচ্ছে, আরও বেশ কয়েকজন তরুণ বাম নেতাও আসতে পারেন কানহাইয়ার সঙ্গে।