ভবানিপুর মমতা ব্যানার্জির ঘর। সেই ঘরের মেয়ে এবার ঘরের আঙ্গিনায়। ঘর থেকেই লড়বেন ঘরের মেয়ে। ভবানিপুর ছেয়ে গিয়েছে পোস্টার,ব্যানার,হোরডিং-এ। মমতা ব্যানার্জির কথায় ভবানিপুর তার বড় বোন। ভবানিপুরে ভোটের আগে তৃনমূলের নতুন স্লোগান ঃ উন্নয়ন ঘরে ঘরে,ঘরের মেয়ে ভবানিপুরে। ২০১৬ র বিধানসভা নির্বাচন। মমতার ঝুলিতে ৬৫,৫২০ ভোট, কংগ্রেসের দীপা দাসমুন্সির ঝোলাই ৪০,২১৯ ভোট,আর বিজেপির চন্দ্র কুমার বোস তখন সবে খাতা খুলছেন পশ্চিমবঙ্গে ২৬,২৯৯ ভোট নিয়ে। এরপর ২০১৯এর লোকসভা নির্বাচন। রাজ্যে লোকসভার নিরিখে বিধানসভা ভিত্তিক ফলে তৃনমূল এগিয়ে ছিল ১৬৪ আসনে,আর বিজেপি ১২৮ আসন। ভবানিপুরে TMCP ৬১,১৩৭ আর বিজেপি ৫৭,৯৬৯ ভোট পেয়েছিল।
ভোটের গরমে গরমাগরম ভবানিপুর। মুখোমুখি লড়াই তিন আইনের ছাত্রছাত্রীর। একদিকে উঁচু পাল্লায় রয়েছেন তৃনমূলের এক এবং অদ্বিতীয় মমতা ব্যানার্জি । আর অন্যদিকে তার প্রতিপক্ষ বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং টিমটিম করে জ্বলতে থাকা সিপিআইএম এর শ্রীজিব বিশ্বাস। নিসপাল সিং রানে কে পাশে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে থাকা মমতা ব্যানার্জি। দলের লোকেদের সঙ্গে ধুনুচি নেচে মনোনয়ন দিয়েছেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আর শ্রীজিব বিশ্বাস আড়ম্বরহীন ভাবে জমা দিয়েছেন মনোনয়ন। লাগাতার বৃষ্টির জন্য প্রচারে খানিক ছেদ পরলেও থেমে নেই তৃনমূল বা বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেয়াল। গতকাল ভবানিপুরে সভা করেছেন মমতা ব্যানার্জি। সভা থেকে তিনি ছুঁড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। তিনি বলেছেন,এই ভোটটাই একটা চ্যালেঞ্জ। ঝড়,জল,বৃষ্টি যাইহোক একশোভাগ মানুষ যেন সেদিন ভোটটা দিতে যান। এবং এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি মনে করিয়ে দেন লক্ষ্মীভাণ্ডার,দুয়ারে সরকার,স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইত্যাদি স্কিমের কথা।
আপাতত ভবানিপুর মমতার মন্ত্রে মন্ত্রমুগ্ধ। কলকাতাই শুরু হয়েছে মমতার মুখের আদলে দুর্গামূর্তি তৈরির কাজ। ভবানিপুরের হরিশ মুখার্জি লেনে এখন শোভা পাচ্ছে …
আমার দুর্গা ঝড় সামলায়, সামলায় মহামারী ;
আমার দুর্গা বাংলা সামলে, দিল্লীর বুকে দেবে পাড়ি।