জল জমা রুখতে রণং দেহি মূর্তি ভাঙ্গড়ের গ্রামে

ভাঙ্গড়ের দক্ষিণ ২৪ পরগনার বাণীহাড়া গ্রাম। লাগাতার বৃষ্টিতে জল থইথই। জল জমেছে ধান বোনা জমিতে। জল নিষ্কাশনের জন্য তৈরি গ্রামের কাল্ভারট বন্ধ।

তাই গ্রামের মানুষ যাতায়াতের রাস্তা কেটে জমির জল বের করে দেওয়ার চেষ্টা করছে। আর তাতেই হয়েছে বিপত্তি। পাশের গ্রামে গিয়ে জমছে বাণীহাড়া গ্রামের জল। এই নিয়ে শুরু হয়েছে বচসা। আর সেই বচসা গড়িয়েছে এতদূর যে গ্রামবাসীরা রাতারাতি পরিনত হয়েছে রণং দেহি মূর্তিতে । আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের অনেককে।

পুলিশ ঘটনার তদন্ত করছে।

Latest articles

Related articles