অতিবৃষ্টির কারণে আসানসোলের কাল্লা ও দোমহানি রাস্তায় ফাটল, যান চলাচল বন্ধ

উজ্জ্বল দাস, আসানসোল: অতিবৃষ্টির কারনে আসানসোলের কাল্লা ও দোমহানি রাস্তায় ফাটল দেখা দিয়েছে।শুক্রবার এই ঘটনা ঘটেছে।এই ফাটলের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এদিন ঘটনাস্থল পরিদর্শন করলেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা।

জানা গিয়েছে, নিম্নচাপের টানা বর্ষণের জেরে আসানসোলের কাল্লা ও দোমহানি যাবার রাস্তার বেশকিছুটা অংশ বসে গিয়েছে।এমনকি রাস্তায় ফাটলও দেখা দিয়েছে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এই ঘটনার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।এমনকি এই রাস্তার উপর দিয়ে ইসিএলের কাল্লা হাসপাতাল যাবার পথ রয়েছে।ঘুরপথে দোমহানি ও কাল্লা হাসপাতাল যেতে হচ্ছে।এরফলে মানুষের সম্যসা হচ্ছে।

এই প্রসঙ্গে এলাকার মানুষেরা বলেন,  6 মাসে আগে কাল্লা ও দোমহানি রাস্তাটি তৈরি করা হয়েছিলো।তবে কিভাবে রাস্তাটি খতিগ্রস্থ হলো।যদিও এই প্রসঙ্গে পূর্তমন্ত্রী মলয় ঘটক বলেন, ইঞ্জিনিয়াররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগামীকাল থেকে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে।

Latest articles

Related articles