পাকা রাস্তার দাবিতে বালুরঘাটে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-10-01 at 5.25.41 PM

দক্ষিন দিনাজপুরঃ পাকা রাস্তার দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের পিছলা, আঙ্গারুন, রসুলপুর সহ বেশ কয়েকটি গ্রামের হাজারখানেক গ্রামবাসীরা বালুরঘাটে এসে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসে। গ্রামবাসীদের দাবি, বারবার বিডিও, মহকুমা শাসক কে জানিয়ে আশ্বাস পেয়েও কোনো লাভ হয়নি। সে কারণে আজ জেলা সদর বালুরঘাটে এসে জেলাশাসকের দ্বারস্থ হন তারা। এদিন জেলাশাসকের দপ্তরের সামনে প্রথমে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ও পরে জেলা শাসকের দপ্তরে দাবি পত্র জমা দেন।

গ্রামবাসীরা জানান দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বর্ষায়। অসুস্থদের গর্ভবতী মহিলাদের আনতে গ্রামে এম্বুলেন্স ঢুকতে চায় না। ছাত্র-ছাত্রীদের চলাচলের সমস্যায় পড়তে হয়। গ্রাম পঞ্চায়েত,  বিডিও, মহকুমা শাসক কে জানিয়ে কাজ না হ‌ওয়ায়, আজ জেলা শাসকের দ্বারস্থ হন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর