এটা ম্যান মেড নয়, পিসি মেড বন্যা, কালাপাহাড়ির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে বললেন বিজেপি বিধায়ক

উজ্জ্বল দাস, আসানসোল: টানা বৃষ্টির জেরে কার্যত বন্যার আকার নিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। বন্যার কবলে আসানসোলের কালাপাহাড়ি এলাকাও। শনিবার বন্যাকবলিত এই এলাকা পরিদর্শনে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। বন্যার কারণ হিসেবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেন তিনি। বলেন, এটা ম্যান মেড বন্যা নয়। পিসি মেড বন্যা, দিদিমনি মেড বন্যা।

 

প্রসঙ্গত, টানা বৃষ্টি তো ছিলই। সঙ্গে ডিভিসি থেকে জল ছাড়ার ফলে বন্যার আকার নিয়েছিল আসানসোলের বিভিন্ন এলাকা। সেই কারণেই অদ্ভুত কারণ দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ি করলেন আসানসোলের বিজেপি বিধায়ক।

Latest articles

Related articles