মুর্শিদাবাদ ডোমকলের সান্যালবাড়ির পূজোতে আজও বন্দুক দাগানো হয় নিয়ম করে

বিশ্বজিৎ কর্মকার,মুর্শিদাবাদ: প্রায় ১৭০ বছরের পুরনো মুর্শিদাবাদের ডোমকলের সান্যাল বাড়ির দূর্গাপূজো। দীর্ঘদিনের এই পূজোর রীতিনীতির পরিবর্তনও হয়েছে অনেক। আগে পশুবলি রেওয়াজ ছিল এই পূজোয়। তবে সময়ের সাথে সাথে সেই রীতিতে এসেছে বদল । এখন আর হয়না পশুবলি। তার বদলে হয় কুমড়ো বলি। তবে আজও অষ্টমীর দিন বলির সময় তিন বার বন্দুক দাঁগার নিয়ম টা চলে আসছে সেই প্রাচীন কাল থেকেই। পুরোনো রীতিনীতি ও ঐতিহ্য বজায় রাখার জন্য ঐদিনটি বন্দুক দাগা হয় অষ্টমীর দিনে। পরিবারের সদস্যদের কথায়, এটা একটা অন্যরকম অনুভূতি,পুরোনো দিনের নস্টালজিয়া যেন ফিরে আসে।

প্রায় ১৭০ বছর আগে সুধীর কুমার সান্যাল এই পূজোর শুরু করেন। বংশ পরম্পরায় আজও চলে আসছে সেই ডোমকলের ভাতসালার সান্যাল বাড়ির পূজো।তবে শুধু বাড়ির সদস্য রা নয়,এই পূজো উপলক্ষে আনন্দে মুখরিত থাকে এলাকাবাসীরাও।

পরিবার সূত্রে জানা যায়, স্বাধীনতার আগে প্রজাদের স্বার্থেই শুরু হয়েছিল এই সান্যাল বাড়ির পূজো আর তাই আজও সাধারণ মানুষের অন্যতম আনন্দের প্রাণকেন্দ্র ওই সান্যাল বাড়ির পূজো।

Latest articles

Related articles