উজ্জ্বল দাস, রাণীগঞ্জঃ ইসিএলের রেলওয়ে সাইডিং এর নিরাপত্তারক্ষীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকারই বেশকিছু কয়লা চোরেদের বিরুদ্ধে। ঘটনাটি রানীগঞ্জের কুনুষ্টরিয়া এরিয়ার বাঁশরা ওসিপি এলাকার । আজ সকাল ৬.৪০ নাগাদ এই ঘটনাটি অন্য সকল নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করে ম্যানেজমেন্টকে খবর দিলে তারা বছর ৩১ এর মনোজ চৌহান নামের ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ও নিরাপত্তা রক্ষী অন্ডাল থানার জামবাদ বেনিয়াডিহি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি অবৈধভাবে কয়লা চুরি করতে আসা কয়লা চোরেরায় কয়লা চুরি করতে না পেরে তাকে কুপিয়ে হত্যা করেছে। সোমবারের সকালে ঘটা এই নৃশংস হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তারক্ষীরাই নিরাপত্তা দাবি জানিয়েছেন ইসিএল ম্যানেজমেন্ট এর কাছে। সমগ্র এই ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ।
Popular Categories