অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ দুই কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ

মালদা, ৪ অক্টোবরঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র-সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের নতুন সিকস্তিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয়েছে তিনটি  মাস্কেট , দুটি পাইপগান এবং চার রাউন্ড কার্তুজ । এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম আব্দুল আলিম এবং আবুল শেখ। ধৃতদের বাড়ি ওই এলাকায় । এই আগ্নেয়াস্ত্রগুলি ধৃতেরা কোথা থেকে আমদানি করেছিল , সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে নতুন সিকস্তিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়। তবে এই আগ্নেয়াস্ত্র-গুলি নিজেরাই তৈরি করেছিল না অন্য কোথা থেকে আমদানি করেছিল সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

Latest articles

Related articles