বদলে যাচ্ছে সুপরিচিত জিম করবেট ন্যাশনাল পার্কের নাম

 

 

নিউজ ডেস্ক : কখনও শহরের নাম, তো কখনও রেলস্টেশনের নাম- উত্তরপ্রদেশের বিজেপি সরকার বরাবরই নাম পরিবর্তনের পথে হেঁটেছে। এবার একই কাজ করতে চলেছে উত্তরাখণ্ডও! জানা গিয়েছে, এবার নাম পরিবর্তন হতে চলেছে জিম করবেট জাতীয় উদ্যানেরও।

ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে যে নাম, তাই বদলে দিতে চাইছেন কেন্দ্রীয় মন্ত্রী। ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীন জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের নাম বদলে দিতে চাইছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। নাম বদলে পুরনো নাম রামগঙ্গা জাতীয় উদ্যান করার কথা জানান মন্ত্রী।

গত শনিবার জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছিলেন তিনি। তখন তিনি বলেন, জিম করবেট জাতীয় উদ্যানের নামের জায়গায় পুরনো নাম রাখা উচিত। কারণ, আগে তার এটাই নাম ছিল। ১৯৫৬ সালে এই জাতীয় উদ্যান জিম করবেটের নামে রাখা হয়।

Latest articles

Related articles