এনবিটিভি ডেস্ক : রাজ্যে বিধিনিষেধের মেয়াদ বেড়েছে ৩০ অক্টোবর পর্যন্ত। এমনকী, এবারেও মণ্ডপে ‘নো এট্রি’! তবে, রাজ্য সরকার যখন পুজোর দিনগুলিতে নৈশ কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, তখন কলকাতায় কিন্তু রাতভর চলবে না মেট্রো। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সপ্তমী , অষ্টমী, নবমীতে সকাল ১০ থেকে রাত ১১টা অবধি মেট্রো চলবে। প্রান্তিক স্টেশনগুলি থেকে প্রথম ট্রেন সকাল ১০টায় ও শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। সন্ধেবেলা ৬ মিনিট অন্তর চলবে মেট্রো।
কোভিড বিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে সরকার। সোম থেকে শুক্র স্বাভাবিক নিয়মেই চলে মেট্রো। সরকারি-বেসরকারি অফিস খুলে গিয়েছে। ফলে যাত্রীদের ভিড় বাড়ছে। স্রেফ মেট্রোর সংখ্যাই বাড়ানোই নয়, অগাস্ট মাস থেকে অফিস টাইমে ২ ট্রেনের মাঝে সময়ের ব্যবধানও কমানো হয়।