নাম জিজ্ঞেস করায় ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল রানীনগর- ২ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে

এনবিটিভি ডেস্ক: ব্লু ডার্ট কোম্পানির ডেলিভারি বয়কে মারধরের অভিযোগ উঠল খোদ রাজ্যের শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। রানীনগর-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলমের এই অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠছে রাজ্যজুড়ে। আহত যুবকের নাম সজিবুর রহমান, বয়স ৩১। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের গোধনপাড়া সংলগ্ন এলাকায়।

কী এমন হয়েছিল সেদিন, যে এমন ক্ষিপ্র হয়ে উঠলেন সভাপতি?

ডেলিভারি বয় সজিবুর জানিয়েছেন, প্রতিদিনের মতো রবিবারও ব্লু ডার্টের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ডেলিভারির উদ্দেশ্যে ডোমকল থেকে রওনা দেন সজিবুর। রানীনগর পৌঁছোনোর আগেই তিনি শাহ আলমকে ফোন করে বলেন, এক্সিস ব্যাঙ্কের কার্ডের ডেলিভারির ভেরিফাই করার জন্য। বাড়ি পৌছে ফের নাম জিজ্ঞাসা করায় রেগে লাল হয়ে যান শাহ আলম। তারপর ডেলিভারি বয়কে বেধড়ক মারধর করা হয়। তবে এখানেই থামেননি তৃণমূলের এই সভাপতি। পরবর্তীতে গাছে বেঁধেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। তবে ডেলিভারি বয়ের গাড়ি, ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিলেও পরে তা ফেরত দেওয়া হয় বলে জানা গিয়েছে। সভাপতির এই পৈশাচিক নির্যাতনের খবর পেয়ে ডেলিভারি বয়কে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন তাঁর পরিবারের সদস্যরা। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

তবে পরিবারের সদস্যদের অভিযোগ, এই ঘটনার খবর শোনার পর সজিবুরের ভাই রানীনগর থানায় গিয়ে ভাইকে সভাপতির বাড়ি থেকে উদ্ধার করার অনুরোধ করেন পুলিশকে। কিন্তু পুলিশ তা কানপাত করেননি। প্রশাসনের সদস্যের এই অমানবিক আচরণ ও পুলিশ প্রশাসনের এমন অনীহা মনোভাব যদি হয়, তাহলে সাধারণ মানুষ কি করবে? প্রশ্ন তুলছে সজিবুরের পরিবার।

Latest articles

Related articles