আগুনে রোনাল্ডো! হ্যাটট্রিকে অনন্য রেকর্ড, বিশ্বকাপের টিকিট পেল ডেনমার্কও

 

প্রথমার্ধে ১৭ মিনিটে তিনটি গোল করে পর্তুগাল। এর মধ্যে দুটি গোল করেন ক্রিস্টিয়ানো রোলান্ডো। ম্যাচের ৮৭ মিনিটে আরও একটি গোল পায় রোলান্ডো। ঝলমলে হ্যাটট্রিক, উজ্জ্বল রোনালদোও। সব মিলিয়ে তার দল পর্তুগাল করলো গোল উৎসব। স্তাদিও আলগ্রেভে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে পর্তুগাল।

 

আট মিনিটে রোনালদোর সফল স্পট কিকে এগিয়ে যায় পর্তুগাল। দুই মিনিট পর আবার পেনাল্টি পায় পর্তুগাল। ডি-বক্সে রোনালদোকেই ফাউল করেন লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মরিস। এবারো রোনালদোর লক্ষ্যভেদ। কিন্তু পেপে ডি বক্সে ঢুকে যাওয়ায় পুনরায় কিক নেন রোনালদো। করেন গোলও।

১৭ মিনিটে সিলভার পাসে লুক্সেমবার্গের জাল কাপান ফার্নান্দেস। ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৪২ মিনিটে হ্যাটট্রিক হয়ে যেতে পারত রোনালদোর। কিন্তু তার নেয়া শট প্রতিহত করেন মরিস।

৬৮ মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান মরিস। প্রাপ্ত সেই কর্ণারেই হেডে গোল করেন ফার্নান্দে।
৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় রোনালদোর। রুবেন নেভেসের দুর্দান্ত ক্রসে হেডে গোল করেন CR7। পর্তুগালের হয়ে রোনালদোর এটি দশম হ্যাটট্রিক।

ডেনমার্ক মঙ্গলবার অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। একমাত্র গোল জোয়াকিম মেহলের। গ্রুপ এফ-এ তারা প্রথম স্থানেই শেষ করবে। এখনও পর্যন্ত সবক’টি ম্যাচ জিতেছে তারা। গোল করেছে ২৭টি, তবে একটিও গোল খায়নি।

Latest articles

Related articles