এনবিটিভি ডেস্ক : সিঁথির সিঁদুর দিয়ে শুধু বিয়ে হয় ঠিকই কিন্ত আজকাল প্রেম ও চলছে। এটা কোনো বিয়ের অনুষ্ঠান নয় এটা প্রেমের বহির্প্রকশ মাত্র শোভন-বৈশাখীর। পুরো পুজোতেই দারুণ রঙিন ভাবে কাটালেন শোভন- বৈশাখী জুটি। বৈশাখীর “দাদা থৈ থৈ” গানের সুরে কোমর দোলানো ও পুজোর পূর্বে এই বাংলার রাজনীতির গরম করা জুটি ভিক্টোরিয়াতে প্রেম-প্রেম খেলা নেটিজেনদের খোরাক হয়ে উঠেছিলেন সোশ্যাল মিডিয়াতে।
এবার পুজোর দশমীতে বৈশাখীর সিঁথির সিঁদুর পরিয়ে দিলেন শোভন “মা দুর্গাকে সাক্ষী রেখে”। এই দুই জুটির প্রেম ভালোবাসার খেলা অনেক পূর্ব থেকেই দেখে আসছেন। কখন ও এক দল থেকে অন্য রাজনৈতিক দলে যোগদান প্রেমিকের টানে। কখনও দুজনের চোখে ভালো ভালোবাসার ছাপ। যদিও বৈশাখী তার নিজের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ইচ্ছা প্রকাশ করেছেন।তবে সেটা এখনও অবশ্য আইনত হয়নি।তবে তার আগেই সিঁথির সিঁদুর লাগিয়ে দিলেন শোভন।এটাকি বিয়ের পূর্বাভাস ? এখন সেটার দেখার অপেক্ষা মাত্র।