এনবিটিভি ডেস্কঃ আজ মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন (আইএনটিটিইউসি)-র কর্মী সর্মথকেরা। দীর্ঘ পাঁচ বছর ধরে বেতন চুক্তি হয়নি বলে অভিযোগ।
অবিলম্বে বেতন চুক্তির দাবিতে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা বিলগ্নীকরণ করার বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়। তাদের দাবী দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তারা কোন কথায় কর্ণপাত করছে না। অবিলম্বে দাবি দাওয়া মানা না হলে তারা লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে।