19 বছর বয়সে আসানসোল থেকে মোটরবাইকে সম্পুর্ন সিকিম যাত্রা এই প্রথম

উজ্জ্বল দাস, আসানসোলঃ ইচ্ছে ছিল অনেকদিনের। কিন্তু 18 বছর না হলে সরকারি অনুমতি মেলে না বাইক চালানোর। তাই 18 বছরের শেষ দিকে ড্রাইভিং লাইসেন্স মিলতেই 19 বছরে যাত্রা শুরু আসানসোলের কে এস টি পি এলাকার তিতাস, গৌতমের। সঙ্গে 23 বছরের পার্থ। রওয়ানা প্রায় 2000 কিলোমিটার মোটরবাইকে। উদ্দেশ্য ড্রাইভিং এর নিয়ম নীতি মেনে  “Promote Safe Riding with Safety Gears.”

পাহাড়ী রাস্তায় যাত্রা পথ খুব একটা কম নয়। সুদূর আসানসোল থেকে “সিটঙ, কার্শিয়াং, লেপচা, নামচি, রাভাঙলা, লাচেন, গুরুদনগমার, লাচুন, ইউম থ্যাং.. জিরো পয়েন্ট, জুলুক, নেওড়া ভ্যালি, রিশপ সহ সম্পূর্ণ সিকিম। 19 বছর বয়সে একবারে সম্পুর্ন সিকিম যাত্রা এই প্রথম বলেই জানা যায় । সম্পুর্ন নিজস্ব জমানো হাত খরচ এবং সোশ্যাল সাইট থেকে গাড়ি মেরামতির শিক্ষা গ্রহণের পরেই এই যাত্রা বলে জানায় যাত্রীরা। গাড়ি সরানোর যন্ত্রপাতি, সেফটি জ্যাকেট, জুতো, হেলমেট, পরে রওয়ানা দেয় গত বৃহস্পতিবার সন্ধ্যায়। নিজস্ব প্রচেষ্টা, অধ্যবসায় এর ফলে এই যাত্রা সম্ভব বলে জানায় 19 বছরের তিতাস, গৌতম বা 23 এর পার্থ। যাত্রী দের সি অফ করতে পৌঁছায় বহু বন্ধু বান্ধবরাও।

Latest articles

Related articles