উজ্জ্বল দাস, আসানসোলঃ অবৈধ দখলকারীদের দোকানে লাল দাগ দিয়ে চিহ্ন করে সরানোর সময়সীমা বাড়াল আসানসোল পৌরনিগম।
আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল, বরাকর বাজার এলাকার রাস্তার দুই ধারে ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে তৈরি করা দোকানগুলি রবিবার মধ্যরাত্রির মধ্যে সরানোর। এমনকি মাইকিং করে প্রচার চালানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দেশ মেনে কিছু ব্যবসায়ী দোকান সরিয়ে নিলেও অনেকেই তা করেননি। ফলে বুধবার পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। সঙ্গে কতটা সরাতে হবে তা লাল দাগ দিয়ে চিহ্ন করে দিয়ে যান পৌরনিগমের কর্মীরা। আর তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এই বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, পৌরনিগমের এই সিদ্ধান্ত প্রশংসনীয়। তবে ড্রেন যেন পরিস্কার করা হয়৷