সুন্দরবনে বাঘের আক্রমণে গুরুতর আহত কুলতলির বাসিন্দা

সাকিব হাসান, কুলতলিঃ সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বৃহস্পতিবার ভোরে বাঘের আক্রমনে গুরুতর আহত হলেন কুলতলির বাসিন্দা লখাই নস্কর। আহত ব্যক্তি বর্তমানে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আহত ওই ব্যক্তি তাঁর সঙ্গী সুদীপ ও লক্ষণকে নিয়ে বুধবার সকালে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে বেরোন। বৃহস্পতিবার ভোরে সেখানেই বাঘের আক্রমণের কবলে পড়েন লখাই৷ গুরুতর আহতও হন তিনি। দুই সঙ্গীর তৎপরতায় তাঁকে উদ্ধার করে জামতলা জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখানকার চিকিৎসকেরা তাঁকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। এই অবস্থায় দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে কলকাতায় পাঠান ওই হাসপাতালের কর্মী সুপর্ণা কন্ঠ। বর্তমানে পিজি হাসপাতালেই চলছে লখাইয়ের চিকিৎসা।

Latest articles

Related articles