মুর্শিদাবাদের রাণীনগরে প্রায় তিন কিলো গাঁজা সহ গ্রেফতার দুই ব্যক্তি

এনবিটিভি ডেস্কঃ প্রায় তিন কিলো গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল মুর্শিদাবাদের রাণীনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  রাণীনগর থানার নবীপুরের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে রাণীনগর থানার পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে আসাদুল শেখ(২৪) ও রাকেশ শেখ (২১)। তারা উভয়েই সাগরপাড়া থানার বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই তারা এই অবৈধ গাঁজা ব্যাবসার সঙ্গে যুক্ত ছিল। অবশেষে শনিবার রাতে তারা পুলিশের হাতে ধরা পড়ে। তাদের কাছে উদ্ধার হয় ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা।

এদিন রবিবার ধৃতদের লালবাগ আদালতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

Latest articles

Related articles