ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে রানীগঞ্জের ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

উজ্জ্বল দাস, আসানসোলঃ ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে আসানসোলের রানীগঞ্জের দু নম্বর জাতীয় সড়ক অবরোধ করল তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকেরা।

সোমবার সকালে জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি ও রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে দুই নম্বর জাতীয় সড়কের জেকে নগর মোড়ে এই অবরোধ কর্মসূচি করা হয়।  প্রতিবাদ জানানো হয় ত্রিপুরা প্রশাসনের ।

বহু তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থক অবরোধ কর্মসূচিতে অংশ নেয়। বেশ কিছুক্ষণ এই অবরোধ কর্মসূচি চলায় তারা।  কিছুক্ষণের জন্য ব্যাহত হয় দু নম্বর জাতীয় সড়কের যানবাহন চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

Latest articles

Related articles