সিকিমকে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে বাংলা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211125_182706

এনবিটিভি ডেস্কঃ সিকিমকে ১-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূলপর্বে চলে গেল বাংলা। আজ কল্যাণীর মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলে সিকিমকে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন বাংলার দিলীপ ওরাও। কোচ রঞ্জন ভট্টাচার্যের নির্দেশে দুই প্রান্ত দিয়ে ক্রমাগত আক্রমণ চালাতে থাকে বাংলা।

আরও গোল হতে পারত। কিন্তু একাধিক সুযোগ নষ্টের জন্য বাংলা দল ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েছিল বাংলা। কিন্তু মহিতোষ পেনাল্টি মিস করেন। এরপরেও প্রথমার্ধে আরো দু’তিনটি সুবর্ণ সুযোগ পেলেও সুব্রত মুর্মু, দিলীপ ওঁরাও রা কাজে লাগাতে পারেননি। ম্যাচের ৪২ মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস থেকে গোল করেন দিলীপ ওঁরাও। সেই গোলেই জয় পায় বাংলা।

 

এদিন বাংলার মাঝমাঠে সক্রিয় দেখাল বাসুদেব মান্ডিকে। প্রচন্ড পরিশ্রম করে খেলতে দেখা গেল তাঁকে। অন্যদিকে, সিকিম দু-একটা বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া সেভাবে বাংলা রক্ষণভাগে হানা দিতে পারেননি। বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার এর নেতৃত্বে বাংলার রক্ষন ছিল জমজমাট। তবে বার বার দুই ডিফেন্ডার মনোতোষ ও সজল সমান্তরাল লাইনে চলে আসছিলেন যেখান থেকে বিপদ হতে পারত। তবে প্রাথমিক পর্বে বাংলা স্ট্রাইকাররা যেভাবে গোল মিস করছেন তাতে একটা চিন্তা থেকেই যাচ্ছে। পরবর্তী পর্বের আগে বাংলার কোচ রঞ্জন চৌধুরী তার স্ট্রাইকারদের এই ভুলগুলো শুধরে দিলে আগামী ম্যাচগুলোতে বাংলার । আখেরে লাভ হবে । এদিন প্রথম একাদশে ছিলেন না কলকাতা লীগে নজর করা সুকুরাম সরদার। অন্যদিকে, সিকিমের বীর বাহাদুর প্রধান, মিলন ছেত্রীরা গোল শোধ করতে ব্যর্থ । সিকিম গোলরক্ষক বিপিন ভট্টরাজ সারা ম্যাচেই ব্যস্ত ছিলেন বাংলার আক্রমণ সামলাতে। বাংলা গোলরক্ষক প্রিয়ন্ত সিংকে সেভাবে কোনো বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি।

তবে যাইহোক,  সন্তোষ ট্রফির মূলপর্বে চলে গেল বাংলা। ঘরের মাঠে এই জয়ে খুশি গোটা বাংলা দল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর