সোমবার থেকে যাতায়াত শুরু হলো রনগ্রাম ব্রিজ দিয়ে

জৈদুল সেখ, কান্দাহার: দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে রণগ্রাম সেতুর বাস চলাচল শুরু হলো।

মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত রনগ্রাম ব্রিজের উপর দিয়ে খালি বাস চলাচলের অনুমতি মিলতেই সোমবার থেকে ব্রিজের উপর দিয়ে খালি বাস চলাচল শুরু হলো। সোমবার সকালে রনগ্রাম ব্রিজ এর উপর দিয়ে ছোট খালি বাস চলাচল ঠিকমত হচ্ছে কিনা খতিয়ে দেখতে কান্দি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র গোষ সহ কান্দি থানার একাধিক পুলিশ আধিকারিক। রনগ্রাম ব্রিজের এক প্রান্তে যাত্রীদের নামিয়ে আবার আরেক প্রান্তে যাত্রীদের ওই বাসে যাতায়াতের অনুমতি মেলায় কিছুটা হলেও স্বস্তি সাধারণ আমজনতারা যদিও সাধারণ আমজনতারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জোরালো দাবি জানিয়েছেন রনগ্রাম ব্রিজের পাশে নতুন রনগ্রাম ব্রিজ নির্মাণ সম্পন্ন করে স্বাভাবিক যানচলাচলের অনুমতি দেয়া হোক।

Latest articles

Related articles