এনবিটিভি ডেস্কঃ কৃষকদের জোরকদমে চলা আন্দলনের পর ১৯ নভেম্বর গুরু নানকের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। তারপরেই সোমবার শীতকালীন আধিবেশনে সংসদের দুই কক্ষে আলোচনায় পাশ হয়ে যায় কৃষি প্রত্যাহার বিল। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কৃষি আইন প্রত্যাহার বিল ২০২১ স্বাক্ষর বাকি ছিল তা শেষ প্রত্যাহার হল।
সূত্রের খবর, বুধবার রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ এই কৃষি আইন প্রত্যাহার বিলে স্বাক্ষর করেন। ফলে কৃষি আইন প্রত্যাহার আইনি স্বীকৃতি পেল।
বিরোধীদের দাবি, কৃষি আইন বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ কৃষক রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দা। তারা গত নভেম্বর মাস থেকে ‘কালাকানুন’ এর সঙ্গে আন্দোলন করছিলেন এতদিন। এদিকে কৃষি আইন প্রত্যাহারের মত ব্যাতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী।