১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ

এনবিটিভি ডেস্কঃ রবিবার ১৫০ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে যে, একটি গোপন সূত্রে খবর এসেছিল যে, দুজন ব্যক্তি কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়ক দিয়ে মোথাবাড়ির  দিকে ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে। সেমতো মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জী তিনি এসআই ওমর ফারুক কে নির্দেশ দেয় তল্লাশি চালানোর জন্য। খুবই জরকদমে চলে তল্লাশি। অবশেষে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মোথাবাড়ি কালিয়াচক রাজ্য সড়কের অচিনতলা এলাকায় নাকা চেকিং করার সময়  রবিবার সন্ধ্যা বেলায় একটি অটো সহ দুই জন কে আটক করে পুলিশ। 

কালিয়াচক  ২ নম্বর ব্লকের ভিডিও আধিকারিকের উপস্থিতিতে  ধৃত ব্যক্তি দের তল্লাশি চালানো হয়।  এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭৫ গ্রাম করে ১৫০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। 

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম  সুরেশ মন্ডল (৩৩) বাড়ি কালিয়াচক থানার শশানি এলাকায়। অন্যজন হল, রনি শেখ (১৯) মোথাবাড়ি থানার উত্তর লক্ষীপুর এলাকায়। পাচারের উদ্দেশ্যে ব্রাউন সুগার গুলো নিয়ে যাচ্ছিল অটো করে ।  

এই পাচার চক্রের সঙ্গে কে বা কারা আরো জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। 

এদিন সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত দুই ব্যক্তিকে মালদা জেলা আদালতে  পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

Latest articles

Related articles