কান্দি পঞ্চায়েতের কাজ কর্ম ক্ষতিয়ে দেখতে রাজ্য স্তরের দুই আধিকারিক

এনবিটিভি,জৈদুল সেখ,কান্দিঃ  সোমবার পঞ্চায়েতের কাজ কর্ম ক্ষতিয়ে দেখতে রাজ্য স্তরের দুই আধিকারিক এলেন কান্দির গোকর্ণ ২ পঞ্চায়েত অঞ্চলে। কান্দি গোকর্ন দুই গ্রাম পঞ্চায়েতে ISGPP- দ্বিতীয় পর্যায়ের কাজ কর্ম কেমন হয়েছে তার তদারকি করলেন রাজ্যে স্তরের আধিকারিকরা। 

 

কান্দি গোকর্ন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে।

 

সোমবার মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে অন্তর্গত গোকর্ন দুই গ্রাম পঞ্চায়েতে ISGPP দ্বিতীয় পর্যায়ের কাজ কর্ম তদারকি করলেন দুই রাজ্য স্তরের আধিকারিকরা। মুলত মুর্শিদাবাদ জেলার একমাত্র কান্দি ব্লকের গোকর্ন দুই গ্রাম পঞ্চায়েতকে তাদের কাজ কর্ম জন্য বেছে নেওয়া হয়েছিল তাই এই পরিদর্শন করা হয়।

 

উল্লেখ্য, গ্রাম পঞ্চায়েতে অধীনে বিভিন্ন কাজ করা হয়েছে তাও ক্ষতিয়ে দেখা হয় এবং প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে বৈঠক করা হয় বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন ISGPP রাজ্যে স্তরের গ্র্যান্ট ম্যানেজার মনোজ প্রতিম মিত্র, অ্যাসিস্ট্যান্ট সোসাল ডেভলমেন্ট ম্যানেজার বিশ্বরূপ দে, মুর্শিদাবাদ জেলা সঞ্চালক ISGPP তাপস মুখার্জি।

Latest articles

Related articles