শ্রীনগরে পুলিশের গাড়িতে হামলা, দুই পুলিশ নিহত সহ  ১২ জন আহত

এনবিটিভি ডেস্কঃ  সোমবার ঠিক সূর্য অস্ত্র যাওয়ার পরেই  জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের উপকণ্ঠে জেওয়ানে একটি পুলিশ ক্যাম্পের কাছে সন্ত্রাসীরা পুলিশের গাড়িতে গুলি চালায় । এর ফলে দুই পুলিশ কর্মী নিহত এবং ১২ জন আহত হয়েছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, আহত কর্মীদের একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে একটি সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।

প্রাক্তন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ টুইট করে বলেন, “শ্রীনগরের উপকণ্ঠে পুলিশের বাসে সন্ত্রাসী হামলা একটি  ভয়ঙ্কর খবর। আমি দ্ব্যর্থহীনভাবে এই হামলার নিন্দা জানাচ্ছি একই সাথে নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের জন্য প্রার্থনা করছি।”

কাশ্মীর জোন পুলিশ টুইট করেছে: “শ্রীনগরের পান্থা চক এলাকায় জেওয়ানের কাছে সন্ত্রাসীরা একটি পুলিশের গাড়িতে গুলি চালায়। হামলায় ১৪ জন কর্মী আহত হয়েছেন। সমস্ত আহত কর্মীদের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আরও বিস্তারিত জানা যাবে। 

 

 পুলিশ আরও জানিয়েছে, “শহরের পান্থা চক এলাকায় হামলায় একজন এএসআই এবং একজন সিলেকশন গ্রেড কনস্টেবল আহত হয়ে মারা যান।”

 

 সূত্র – এএনআই

Latest articles

Related articles