মা ক্যান্টিনের উদ্বোধন মুর্শিদাবাদে ডোমকলে, সুলভ মূল্যে দুপুরে খাওয়ার ব্যবস্থা

এনবিটিভি, ডোমকল : আজ ডোমকল শহরের দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে মাত্র পাঁচ টাকা দুপুরের খাওয়ার ব্যবস্থা করল পৌরসভার কর্মকর্তারা। আর সেই উপলক্ষে মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করলেন ডোমকলের এসডিও  রাজীব মন্ডল ,বিধায়ক ও চেয়ারম্যান জাফিকুল ইসলাম, ডোমকল মহাকুমা আরক্ষা আধিকারিক শ্রী ফারুক মোহাম্মদ চৌধুরী সহ আরও অনেকে।

সাধারণ মানুষকে সুলভ মূল্যে খাবার প্রদানের উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। ৫ টাকায় মিলবে ডিম ভাতের সুবিধা,প্রায় ৩ মাস চলবে এই মা ক্যান্টিন।প্রতিদিন প্রায়  ৫০০ মানুষের  মুখে খাবার তুলে দিবে এই মা ক্যান্টিন। আজকে  দুপুরের আহার শারে মা ক্যান্টিনে আধিকারিকরাও  মহাকুমা খাদ্য আধিকারিক মোহাম্মদ মুশির আহমেদ,ডোমকল বিডিও পার্থ মণ্ডল ,ডোমকল থানার আইসি জ্যোতির্ময় বাগচী ,ভাইস চেয়ারম্যান আলম খান সহ ডোমকল এর সমস্ত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

Latest articles

Related articles