জীবন্তি থেকে শেরপুর বেহাল রাস্তা মেরামত হওয়ায় উপকৃত সাধারণ মানুষ

জৈদুল সেখ, জীবন্তিঃ দীর্ঘদিন ধরেই জীবন্তি থেকে শেরপুরের দশকিমি রাস্তার অবস্থা এতোটাই বেহাল অবস্থা ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে বাইক, টোটো, যাত্রীবাহী বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছিল। এমন কী অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে ১০ মিনিটের রাস্তা এক ঘন্টার বেশি সময় লাগত।
রাজ্য সরকারের কাছে এই অসুবিধার কথা জানিয়েছিলেন এলাকার বিধায়ক থেকে বিরোধীরা।


দীর্ঘদিন পর সেই রাস্তা নতুনভাবে মেরামতের ফলে দারুণভাবে উপকৃত বলে জানিয়েছেন সাধারণ মানুষ থেকে গাড়ির মালিক। তবে রাস্তার দুপাশে জল নিষ্কাশন জন্য ড্রেনের বড়ো সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় মানুষ।


উল্লেখ্য, রণগ্রাম ব্রিজ বন্ধ থাকাকালীন কান্দী শেরপুর রাস্তার যাতায়াতের একমাত্র মাধ্যম এই জীবন্তি শেরপুর রাস্তা। রাস্তা মেরামতের জন্য লরি মালিকরা বার বার পথ অবরোধও করেছিল।
সবমিলিয়ে রাস্তা মেরামতের ফলে মুখে হাঁসি ফুটেছে সকলেরই।

Latest articles

Related articles