ফিলিস্তিনিদের ১০ লাখ টিকা উপহার আমিরাতের নাগরিকের

ফিলিস্তিনিদের জন্য ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক নাগরিক। স্থানীয় সময় বুধবার (২৬ জানুয়ারি) গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাগুলো গ্রহণ করে। টিকাগুলো যিনি দান করেছেন স্পষ্টভাবে তার নাম উল্লেখ করা হয়নি। যে গাড়িতে টিকা ও অন্যান্য চিকিৎসা সামগ্রী এসেছে তার সামনে সাঁটানো ব্যানারে আরবিতে লেখা ‘সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ফিলিস্তিনিদের জন্য অনন্য উপহার’।রাশিয়ার তৈরি ‘স্পুটনিক’ টিকা বহনকারী গাড়িটি রাফাহ ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করে। খুব শিগগিরই সেগুলো বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Latest articles

Related articles