নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: গত দুই বছরে করোনা থাবা বসিয়েছে ছোট থেকে বড়ো সমস্ত ব্যবসায় পথে বসেছেন বহু ধনী ব্যবসায়ীরা। মাঝারি থেকে ছোট ব্যবসায়ীদের মাথায় পড়েছে হাত। গত দুই বছর ধরে অত্যন্ত খারাপ অবস্থা প্রতীমা শিল্পীদের।
গত দুই বছরে কমে গিয়েছে প্রতীমা তৈরীর সংখ্যাও। প্রায় দুই বছর ধরে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে প্রতি বছর ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজা। কিন্তু দুই বছরে প্রতিমা শিল্পীদের কমে গিয়েছে অর্ডারের সংখ্যাও। যেটুকু অর্ডার মিলেছে সেটাই বানাতেই ব্যস্ত প্রতিমা শিল্পীরা কিন্তু এর মধ্যে কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, সরস্বতী পূজোর আগে দেখা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগ। এই দুশ্চিন্তা নিয়েই প্রতিমা বানাচ্ছে নদীয়ার কুমোরটুলির শিল্পীরা। করোনার জন্য পেটে টান পড়ায় বিকল্প কাজ বেছেছেন বহু শিল্পীরা। কিন্তু পূর্ব পুরুষের এই জীবিকা কে সম্মান দিয়ে লড়াই করে যাচ্ছেন বহু প্রতিমা শিল্পী।