সারারাত পঞ্চায়েত অফিসের গেট খোলা! অল্পের জন্য রক্ষা সরকারি নথিপত্র

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: সন্ধ্যের পর থেকে রাতভর খোলা থাকলো পঞ্চায়েত অফিসের মেন গেট। এমনি গাফিলতির অভিযোগ উঠল পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুর ব্লকের অন্তর্গত বাবলা পঞ্চায়েত অফিসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি সরানোর দোকানের এক মিস্ত্রী রাত সাড়ে বারোটার সময় লক্ষ্য করেন, পঞ্চায়েত অফিসের মেন গেট খোলা। পঞ্চায়েত অফিসের কারোর ফোন নম্বর না থাকায় পঞ্চায়েত অফিসের জল সরবরাহকারী এক ব্যক্তিকে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। এরপর অফিসের জন প্রতিনিধি ও অফিস কর্তাদের ফোন করলেও কেউ ফোন ধরেনি বলে জানান তিনি।

আজ সকালে ওই দরজা দিয়েই পঞ্চায়েতে প্রবেশ করেন কর্মকর্তারা। এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান কাজল দত্ত ফোন করার বিষয়টি অস্বীকার করলেও দরজা খোলা রাখার বিষয়টি স্বীকার করেন।

তিনি বলেন, “যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি অত্যন্ত সচেতন, তবে মানুষ মাত্রই ভুল হয়ে থাকে।”

 কম্পিউটার সেকশন এবং মূল অফিসের দ্বিতীয় দরজা বন্ধ ছিল। প্রধান গেট দিয়ে উপরের হলঘরে যাওয়া সম্ভব হলেও সেখানে কোন জরুরি নথিপত্র নেই। উপপ্রধান নিজেদের আরও সচেতন হওয়ার কথা বলেছেন। তবে স্থানীয়রা প্রশ্ন বলছেন এই গাফিলতির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

Latest articles

Related articles