কল্যাণী, এনবিটিভি: নেই কোনো নিরাপত্তা, অবাধে চলে ভাঙচুর! সময় প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে। তো তারই প্রতিবাদ জানিয়ে একাধিক দাবি নিয়ে কলেজের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করলো নদিয়া কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা।
কয়েক মাস ধরে কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতাল চত্বরে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। কয়েক দিন আগে হাসপাতালে কোভিড কেন্দ্রে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ছাত্র-ছাত্রীদের জন্য নতুন করে যে অডিটোরিয়াম হচ্ছে সেই অডিটোরিয়ামের ভেতর একদল দুষ্কৃতী তাণ্ডব চালিয়েছে। একাধিক জায়গায় ভাঙচুর চালিয়েছে তারা। তাদের দাবি নিরাপত্তারক্ষী থাকলেও তারা ঠিকমতো ডিউটি করে না। সেই কারণেই এই ঘটনাগুলি ঘটে।
এবার নিরাপত্তার দাবি তুলে অবস্থান-বিক্ষোভ ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা। এই বিষয়ে এক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলেন আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি তারা পরবর্তীকালে যে সিদ্ধান্ত নেবে সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে। তবে ছাত্রছাত্রীরা যে দাবি জানাচ্ছেন সেই দাবি অবিলম্বে কর্তৃপক্ষ মেনে ব্যবস্থা নেওয়া উচিত।