ডোমকল মহকুমা জুড়ে পালিত হল ‘ আন্তর্জাতিক ভাষা দিবস’

ডোমকল, এনবিটিভি ডেস্ক: আজ ২১শে ফেব্রুয়ারি “আন্তর্জাতিক ভাষা দিবস’। বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্বিদ্যালয়ের সামনে আন্দোলনরত অবস্থায় পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হয় পাঁচ তরতাজা যুবক। ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি কে ‘আন্তর্জাতিক ভাষা দিবস’ হিসাবে ঘোষিত করে। ২০০০ সাল থেকে গোটা বিশ্ব জুড়ে পালিত হয় ‘আন্তর্জাতিক ভাষা দিবস’ হিসাবে।

আর এই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে বাংলার বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলে সাড়ম্বরে পালিত হল ‘আন্তর্জাতিক ভাষা দিবস’। আজ সোমবার ডোমকল এসডিও ও এসডিপিও এর উদ্যোগে পালিত হয় ভাষা দিবস। ভাষার জন্য শহীদ দের শ্রদ্ধা জ্ঞাপন ও বাংলা ভাষার ইতিহাস নিয়ে গুণী জনদের আলোচনার পাশাপাশি বাংলার গান,কবিতা ও আবৃত্তি ইত্যাদির মাধ্যমেই পালিত হয় ভাষা দিবস।

অন্যদিকে ডোমকলের ইসলামপুরের একটি বিনামূল্যে পাঠ দানের স্কুলেও (আশরাফ উন নিশা এডু স্পোর্টস একাডেমি) পদযাত্রার মাধ্যমে পালিত হয় ভাষা দিবস। এলাকার কচিকাঁচারা পায়ে পা মিলিয়ে ওই পদযাত্রায় অংশগ্রহণ করেন।

Latest articles

Related articles